বরিশাল

ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৭:৫০:০২ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট নানা কর্মসূচি পালনের লক্ষ্যে জেলা আওয়ামী যুবলীগ এ সভার আয়োজন করে। ঝালকাঠি জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলার রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যডভোটেক খান সাইফুল্লাহ পনির, যুবলীগ নেতা মো. কামাল শরীফ, মো. ছবির হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন মিঠুসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হবে বলে বক্তারা জানান।

আরও খবর

Sponsered content