রাজশাহী

বড়শিতে ধরা পড়ল সাড়ে ১৮ কেজির বোয়াল

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২১ , ২:০৪:১২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:

পদ্মা নদীতে শখের বসে বড়শি ফেলে বড় একটি বোয়াল পেয়েছেন রাজবাড়ীর আবু সাইদ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে পাবনার নটাখোলা এলাকায় বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটির ওজন সাড়ে ১৮ কেজি।  

আবু সাইদ  একটি বেসরকারি পণ্যবাহী কার্গো জাহাজে অনেক দিন চাকরি করে আসছেন। তিনি বলেন, তাদের জাহাজটি গত সোমবার (২৫ জানুয়ারি) পাবনার নটাখোলা এলাকার পদ্মা নদীতে ডুবোচরে আটকা পড়ে। সেখানে দীর্ঘ সময় অলস বসে থেকে একপর্যায়ে রাতে পদ্মায় বড়শি ফেলেন। সারা রাত বড়শিতে কোনো সাড়া পাননি। তবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বড়শিতে জোরে টান লাগলে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। এ সময় বড়শি টেনে তুলেই দেখতে পান বড় আকৃতির বোয়াল মাছ। এরপর মাছটি ওজন দিয়ে দেখেন সাড়ে ১৮ কেজি।

এরপর মাছটি নিয়ে নিজ বাড়ি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় আসেন। মাছটি দেখার জন্য বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে।

আবু সাইদ বলেন, ‘আমি শৌখিন মাছ শিকারি দীর্ঘদিন ধরে নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করি। কিন্তু এত বড় মাছ কখনো পাইনি। মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত। মাছটি কেটে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে তৃপ্তি করে খাব।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ইলিশ রক্ষায় সফল অভিযান ও নদীতে পানি কম থাকায় মাঝে মধ্যেই বড় আকৃতির মাছ ধরা পড়ছে নদীতে।

আরও খবর

Sponsered content

Powered by