রংপুর

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজায় আইন-শৃংখলা রক্ষায় আনসার সদস্যদের টহল অব্যাহত

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৪:৩৮:১০ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্ডপের আইন-শৃংখলা রক্ষায় সশস্ত্র আনসার সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

সোমবার জেলার বিভিন্ন মন্ডপে দায়িত্ব পালন করতে দেখা যায় আনসার টহল টিমের সদস্যদের। ঠাকুরগাঁও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রুবেল উকিল জানান, এ বছর শারদীয় দুর্গাপূজায় জেলায় ৪৬০টি মন্ডপে মোট ৬২০ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

ইতিমধ্যে জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক এ কে এম জিয়াউল আলম। তিনি আরও জানান, সদস্যরা ২২-২৬ অক্টোবর পর্যন্ত আইন-শৃংখলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

তবে করোনা ভাইরাসের কারনে এ বছর নিরাপত্তার স্থির দায়িত্বের পরিবর্তে মন্ডপগুলিতে ৪৬টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও ১৬টি কুইক রেসপন্স টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। বিভিন্ন পূজামন্ডপে আনসার সদস্যদের শান্তিপুর্নভাবে দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ বলে জানান তিনি।

 

Powered by