রংপুর

ঠাকুরগাঁওয়ে বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৫:২৮:২০ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজগুলোতে বস্তাপ্রতি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। বুধবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে আলু চাষিরা। জেলার আলু চাষি ও আলু ব্যবসায়ি কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, কৃষি সম্পাদক সুলতান মাহমুদ সুজন, উপদেষ্টা রফিক, বিএনডিসি আলূ চাষী কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম সম্পাদক সারোয়ার কাওসার মানিক, উপদেষ্টা মোজাহারুল, আদর্শ আলু চাষি লিপু প্রমুখ।

বক্তারা অন্যান্য জেলার কোল্ড ষ্টোরেজগুলোতে বস্তাপ্রতি ১৮০ টাকা থেকে সর্বোচ্চ ২১০ টাকা নেওয়া হচ্ছে উল্লেখ করে ঠাকুরগাঁওয়ে ৩শ থেকে ৩২০ টাকা ভাড়া নির্ধারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ভাড়া কমানোর জন্য কোল্ড ষ্টোরেজের মালিকদের প্রতি দাবি জানান। এসময় দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

 

 

আরও খবর

Sponsered content

Powered by