রংপুর

ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের মানববন্ধন

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২২ , ৯:৪৪:১৩ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগে প্রধানন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও হরিজন জনগোষ্ঠীর আবাসন সমাধানের লক্ষ্যে মানববন্ধন পালিত হয়। বৃহস্পতিবার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

পরে জেলা প্রশাসক ও শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, মানবাধিকার কর্মী এ্যাড. জাহিদ ইকবাল, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, রুনা লায়লা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু বাসফোর প্রমুখ।

বক্তারা সরকারী-বেসরকারী, স্বায়ত্ব শাষিত প্রতিষ্ঠানে ৮০ ভাগ কোটার বাস্তবায়ন, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে হরিজন ও দলিতদের ৮০ শতাংশ কোটার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে হরিজন ও দলিত শ্রেণির জনগোষ্ঠীর আবাসন ব্যবস্থা করনের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

Powered by