রংপুর

দিনাজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৫:৩০:৫৩ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে শহর আ’লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, রায়হান কবির সোহাগ, আশিষ কুমার ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, এ্যাড. শামিম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাশিম, সহ দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আক্তার শিউলী, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ প্রমুখ।

এরপরই শ্রদ্ধা জানান দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। এরপরই শ্রদ্ধান জানান জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা।

এ দিকে শহর মহিলা আওয়ামী লীগের আহবায়ক খ্রীষ্টীনা লাভলি দাস ও যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবির নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে শহর মহিলা আওয়ামীলীগ। উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন।এছাড়াও তাতী লীগের জেলার আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল ও শহর তাতী লীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রোমানের নেতৃত্বে জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

 

আরও খবর

Sponsered content

Powered by