Uncategorized

কক্সবাজারে বাঁক প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের শিকার

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৬:২৯:২৬ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে বাঁক প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের শিকার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪র্থ শ্রেণির ছাত্রী এবং কচ্ছপিয়া ইউনিয়নে বাঁক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। পৃথক ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গেছে, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফকিন্নির চর এলাকায় বাঁক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণকালে স্থানীয়দের হাতে ধরা পড়ার পর ওই নারীকে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে নন জুড়িসিয়াল স্ট্যাম্পে মুচলেখাও দেয় ধর্ষক। কিন্তু ঘটনার ১০দিন পার হলেও বিয়ে করতে গড়িমসি করায় এখন বিপাকে পড়েছে ধর্ষণের শিকার নারীর পরিবার। রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিন্নির চর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত আলী হোছন (৩৫) ওই এলাকার সর্দার মো. খলিলের ছেলে। জানা গেছে, বাঁক প্রতিবন্ধী ওই নারীর (৩৫) বাড়ি পাশর্^বর্তী গর্জনিয়া ইউনিয়নে। কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান জানিয়েছেন, এ বিষয়ে তিনি অবগত নন। এরপরও খোঁজখবর নিয়ে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমিরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে সহসা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা নতুন বাজার এলাকায় ধর্ষণের শিকার হয়েছে ৪র্থ শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। ধর্ষনের ঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মদ (৫৫), একই এলাকার মৃত কাশেম আলীর ছেলে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বড় বোন বাদি হয়ে গত সোমবার রামু থানায় মামলা করেছেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমিরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা (নং ১৬) রুজু হয়েছে। অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content

Powered by