রংপুর

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাচ্চু সভাপতি, দুলাল সম্পাদক

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ৫:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে স্বরূপ বক্সী বাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছেন। সোমবার দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সে বেলা ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ১৫টি পদের মধ্যে দুটি পদে ইতোমধ্যে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ায় ১৩টি পদের এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত বেসরকারী ফলাফলে জানা যায়, সভাপতি পদে স্বরূপ বক্সী বাচ্চু ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী চিত্ত ঘোষ পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে শাহ আলম শাহী ৪২ ভোট এবং কংকন কর্মকার ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদের অপর দুইজন প্রার্থী যথাক্রমে আজহারুল আজাদ জুয়েল ২৮ ভোট এবং সত্যেন্দ্র নাথ চ্যাটার্জী মুকুল পেয়েছেন ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী সুব্রত মজুমদার ডলার পেয়েছেন ২৩ ভোট। সহ-সাধারণ পদে রতন সিং ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী সালাহউদ্দীন আহমেদ পেয়েছেন ২২ ভোট। কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী বিপুল কুমার সরকার সানি ২৭ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে বেলাল উদ্দীন শিকদার রুবেল ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী মো. মোফাসিরুল রাশেদ মিলন পেয়েছেন ২৩ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে ফখরুল হাসান পলাশ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী জিন্নাত হোসেন পেয়েছেন ২৪ ভোট। দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী মো. আব্দুর রাজ্জাক পেয়েছেন ২২ ভোট। ৪ টি সদস্য পদে যথাক্রমে মো. খাদেমুল ইসলাম ৪২ ভোট, শাহরিয়ার শহীদ মাহবুব হীরু ৪১ ভোট, রিয়াজুল ইসলাম ৩৯ ভোট এবং বাবু আহম্মেদ বাব্বা ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দিনাজপুর প্রেসক্লাবের মোট ১৫টি পদের মধ্যে ২টি পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যেই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে কাশী কুমার দাস ঝন্টু এবং তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক পদে কৌশিক বোস। নির্বাচনে দিনাজপুর প্রেসক্লাবের ৫৫ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম এবং সদস্য হিসেবে ছিলেন সুলতান কামাল উদ্দীন বাচ্চু ও অশোক কুমার কুন্ডু।

Powered by