আন্তর্জাতিক

দুই দশক পর বাগরাম বিমানঘাঁটি ছাড়লেন মার্কিন সেনারা

  প্রতিনিধি ২ জুলাই ২০২১ , ৫:১৩:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আফগানিস্তানের বৃহত্তম বাগরাম বিমানঘাঁটি ছেড়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সদস্যরা। দুই দশক ধরে তারা আফগানিস্তানে অবস্থানের পর কাবুলের এ ঘাঁটি ত্যাগ করেন। এর মধ্য দিয়ে দেশটি থেকে পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ের দিকে এগিয়ে গেলো। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তার উদৃত্তি দিয়ে বার্তাসংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

 

আফগানিস্তানে জঙ্গি সংগঠন তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ন্যাটো বাহিনীর প্রধান বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে কাবুল থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাগরাম। এখান থেকে বিমান দিয়ে বিভিন্ন হামলা পরিচালনা করা হতো। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, ‘যৌথ বাহিনীর সব সদস্য বাগরাম ছেড়েছেন।’ তবে কখন সেনাবাহিনীর সর্বশেষ দলটি বাগরাম ছেড়েছিল, তা জানানি তিনি।

এ ছাড়া কখন বাগরাম বিমানঘাঁটি আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান সরকারের হাতে তুলে দেওয়া হবে, সে বিষয়টিও স্পষ্ট করেননি যুক্তরাষ্ট্রের ওই নিরাপত্তা কর্মকর্তা। এ প্রসঙ্গে আফগানিস্তান সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আফগান বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্থান্তরের বিষয়ে এখনও আমরা কিছু শুনিনি।’ বর্তমানে আফগানিস্তনে সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার শেষ পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

আরও খবর

Sponsered content

Powered by