দেশজুড়ে

ধুনটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৬:১৬:০২ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও পিঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার দুপুর সা‌ড়ে ১২টার দিকে উপজেলা কৃ‌ষি কর্মকর্তার কার্যাল‌য় প্রাঙ্গনে কৃষক‌দের মা‌ঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠা‌নিকভা‌বে কৃষক‌দের হা‌তে বীজ ও সার তু‌লে দেন ।
ধুনট উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা (ইউএনও) রা‌জিয়া সুলতানার সভাপ‌তি‌ত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান মহ‌সিন আলম, বগুড়া সরকা‌রি আ‌যিযুল হক ক‌লে‌জের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ম‌তিয়ার রহমান সাজু, ধুনট উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মুহাম্মদ ম‌শিদুল হক, ধুনট উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ আ‌সিফ ইকবাল স‌নি, উপজেলা উপসহকারী উ‌দ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুনজুরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা আব্দুস ছোবহান ও জুয়েল হো‌সেন প্রমুখ।
 

আরও খবর

Sponsered content

Powered by