দেশজুড়ে

নতুন জাতের গোল্ডেন ক্রাউন তরমুজ চাষে সফল খলিল

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৭:১৪:৩৯ প্রিন্ট সংস্করণ

যশোর প্রতিনিধি : বাজারে সাধারণত দেখা মেলে সবুজ বা গাঢ়ো সবুজ বর্ণের তরমুজ কিন্তু ব্যতিক্রমী সোনালি বর্ণের বিদেশী গোল্ডেন ক্রাউন, বামাল্টা তরমুজচাষকরে এলাকায় সাড়া ফেলেছেন যশোরের মণিরামপুর উপজেলার কৃষক খলিল উদ্দীন গ্রীম্মকালীন সবজির পাশাপাশি স্বল্প পরিমান জমিতে পরীক্ষামূলকগোল্ডেন ক্রাউনতরমুজ চাষ করে এক দিকে যেমন সফলতা পেয়েছেন, অন্যদিকে লাভবান হয়েছেন তিনি খলিলের এই নতুন জাতের তরমুজ চাষে সফলতা দেখে উপজেলার অনেকেই এই চাষে উদ্বুদ্ব হয়েছে

কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, গোল্ডেন ক্রাউন বা মাল্টা তরমুজ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি সুস্বাদু ফল সাধারণত উচু জমি এবং দোআঁশ মাটি এই তরমুজ চাষের জন্য উপযুক্ত সাধারণত তরমুজ মাটিতে হলেও এটি মাঁচায় বড় হয় বীজ বপনের ২৫ থেকে ৩০ দিনের মধ্যে ফুল আসে এবং ৫৫ থেকে ৬০ দিনের মাথায় ফল কাটা শুরু হয় তরমুজের আদি নিবাস তাইওয়ান নতুন জাতের তরমুজটি উপজেলায় প্রথমবারের মতো চাষ শুরু হলেও বাজারে ভাল দামের পাশাপাশি চাহিদাও রয়েছে বেশ

খলিল যশোরের মণিরামপুর পৌর এলাকার তাহেরপুর গ্রামের সৈয়দ আহম্মেদের ছেলে তার গোল্ডেন ক্রাউন তরমুজের ক্ষেতে সরেজমিনে গেলে দেখা যায়, সবুজ গাছের বোটাই বোটাই বাঁশ আর প্লাস্টিকের জালের সুতায় তৈরী মাঁচায় ঝুলছে সোনালী রঙের গোল্ডেন ক্রাউন বামাল্টা তরমুজ ফলন ভাল হওয়ায় খলিলের চোখ মুখে আনন্দের ছোয়া ফুঁটে উঠেছে

খলিল জানান, সবসময় তিনি বাজারে চাহিদা সম্পন্ন নতুন জাতের ফসল সবজি চাষ করেন নতুন জাতের ফল সবজি চাষ করেন বলেই উপজেলা কৃষি অফিস থেকে বরাবরই সহযোগিতা পেয়ে থাকেন তিনি চুয়াডাঙ্গা জেলার তার এক আত্মীয় বাড়ি থেকে গোল্ডেন ক্রাউন বা মাল্টা তরমুজের বীজ নিয়ে আসেন তিনি কৃষি কর্মকর্তাদের পরামর্শে শীতকালীন ফসল শেষ হওয়ার পরে সেই জমিতে পরীক্ষামূলক দুই বিঘা জমিতে বীজ বপন করে বীজ বপনের পর গাছ ইঞ্চি লম্ব হলে বাঁশের চটা দিয়ে মাঁচা দেয়া হয় বপনের ২৫ থেকে ৩০ দিন পর ফুল আসে এবং দেড় থেকে দুই মাসের মধ্যে ফল কাটা শুরু হয় এই তরফুজ বাজারে অন্যান্য তরমুজের মতো

তিনি আরো বলেন, বাজারে ভাল দামের পাশাপাশি চাহিদাও রয়েছে বেশ সপ্তাহ খানেক পরই তরমুজ বাজারে উঠবে বাজারে বর্তমানে এই তরমুজের প্রতিটির দাম ৮০ থেকে ১শটাকা পাবেন বলে তিনি আশা করছেন এই তরমুজ চাষে প্রায় ২০ হাজার টাকা খরচ হলেও তিনি ৫০ হাজার টাকা লাভবান হবেন বলে আশাবাদী

এছাড়া তরমুজ যশোরের বাইরের জেলাগুলোতে পাঠাতে পারলে দ্বিগুন দাম পেতেন কিন্তু করোনার প্রাদূর্ভাবে ঘোষিত লকডাউনের কারণে বাইরের জেলায় পাঠাতে পারছেন না তিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভাল বাজার দর পেয়ে লাভের আশা দেখছেন তিনি

মণিরামপুর উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার বলেন, নতুন জাতের এই তরমুজ চাষে কৃষক খলিলকে সব ধরনের সহযোগিতা করেছে কৃষি বিভাগ এই সোনালী রঙের গোল্ডেন ক্রাউন বামাল্টা তরমুজচাষ ছড়িয়ে দিতে উপজেলায় বিভিন্ন চাষীদের উদ্বুদ্ব করছে কৃষি বিভাগ

আরও খবর

Sponsered content

Powered by