রাজশাহী

নন্দীগ্রামে জুয়ার দায়ে যুবলীগ নেতাসহ ৮ জন গ্রেফতার

  প্রতিনিধি ১১ মার্চ ২০২১ , ৭:০১:৫২ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে পৌর এলাকায় জুয়া খেলার দায়ে যুবলীগ নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা সবাই পেশাদার জুয়াড়ি ।

বৃহস্পতিবার সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গেল বুধবার রাতে নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মাঠে সেচ চালিত গভীর নলকুপের ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সদস্য ও নামুইট গ্রামের আকবর আলী (৪৬)।

 

এছাড়া একই গ্রামের জুয়েল আলী (২৬), আনিছুর রহমান (২৫), হাসান প্রামানিক (২২), মোহাম্মাদ আলী (৫৫), আব্দুল বারিক (৩৫), সোহারব আলী (৪০) ও লোকমান প্রামানিক (৪৫)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পৌরসভার নামুইট গ্রামের মাঠে সেচ চালিত গভীর নলকুপের ঘরে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল। এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদিসহ ৮ জনকে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by