চট্টগ্রাম

নবীনগরে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালিত

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২০ , ৪:৪১:৫৯ প্রিন্ট সংস্করণ

নবীনগরে জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ সংগ্রহ করে বাজারে বিক্রি করার দায়ে ইলিশ মাছ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান। মোবাইল কোর্টের মাধ্যমে বাজারে ইলিশ বিক্রির সময় বিক্রেতাকে জরিমানা করা হয় এবং জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

ইলিশ মাছ এতিমখানায় বিতরনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, আপনার এলাকার চারপাশের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনকে জানান। তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন । সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র ম্ৎস কর্মকতা আবু মাসুদ।

Powered by