রাজশাহী

নাটোরের লালপুরে নৌকার ভরাডুবি, ১০ ইউপি’র ৭ টিতেই পরাজয়

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ৪:৫০:১৬ প্রিন্ট সংস্করণ

নাহিদ হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি:

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নাটোরের লালপুরে নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়নের মাত্র ৩ টিতে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছে। বাকী ৭টির মধ্যে ২ টি তে বিএনপি সমর্থিত স্বতন্ত্র ও ৫ টিতে নৌকার বিদ্রোহীরা জয়লাভ করেছেন।

বেসরকারী ভাবে বিজয়ী প্রার্থীরা হলেন, ১নং লালপুর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আবু বক্কর সিদ্দিক পলাশ, ২নং ঈশ্বরদী ইউপিতে বিএনপি সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু, ৩ নং চংধুপইল ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম, ৪ নং আড়বাব ইউপিতে আওয়ামীলীগ সমর্থিত ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী মোখলেছুর রহমান, ৫ নং বিলমাড়িয়া ইউপিতে বিএনপি সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী সিদ্দিক আলী মিষ্টু, ৬ নং দুয়ারিয়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম লাভলু, ৭নং ওয়ালিয়া ইউপি’তে আওয়ামীলীগ সমর্থিত ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী নূরে আলম সিদ্দীক, ৮ নং দুড়দুড়িয়া ইউপিতে আওয়ামীলীগ সমর্থিত আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেন তোফা, ৯ নং এবি ইউপিতে আওয়ামীলীগ সমর্থিত আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা আসলাম ও ১০ নং কদিমচিলান ইউপিতে আওয়ামীলীগ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী আনছারুল ইসলাম।

লালপুর উপজেলায় নৌকার এমন ভরাডুবির কারণ জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সম্পাদক যোগসাজসে থানা কমিটির এক তৃতাংশ নেতাকর্মীদের মতামতের বাইরে ত্যাগী ও বঞ্চিত নেতাদের নাম কেন্দ্রে না পাঠিয়ে দুর্নীতিবাজদের নাম পাঠিয়েছে। যারা বেশিরভাগই ছিলো বর্তমান চেয়ারম্যান। পাঁচ বছর ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছে। এ জন্য ভোটের ফলাফল বিপর্জয় হয়েছে।

Powered by