প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৪:১৬:১৭ প্রিন্ট সংস্করণ
শেরপুরের নালিতাবাড়ীতে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষ তেপান্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সচেতন নাগরিক কমিটির সনাকের সহ-সভাপতি মশিউর রহমান মুসা, সবুজ বাংলা গ্রামীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আলীম প্রমুখ।