দেশজুড়ে

দু’সপ্তাহেও সন্ধান মেলেনি শেবাচিমের ১০০ অক্সিজেন সিলিন্ডারের

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৫:৩১:১৩ প্রিন্ট সংস্করণ

 
প্রশান্ত কুন্ডু, বরিশাল:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ১০০ অক্সিজেন সিলিন্ডার ও ৩০টি সিলিন্ডার মিটারের সন্ধান এখনো মেলেনি।
এ নিয়ে সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হাসপাতালের পরিচালক বিষয়টি ক্ষতিয়ে দেখতে সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক ডা. মো. নাজমুল হোসেন, ডা. মাহমুদ হোসেন, স্টোর অফিসার অনামিকা ও সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার।
তবে ঘটনার প্রায় দু’সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি তদন্ত কমিটি।
হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ১৪ দিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে খোঁজ চালিয়েও কেউই সন্ধান মেলাতে পারেনি সিলিন্ডারগুলোর।
এবিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, অক্সিজেন সিলিন্ডার ও মিটার উধাও হওয়ার খবর পেয়ে সাথে সাথে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কিন্তু তদন্ত কমিটির প্রধান করোনায় আক্রান্ত হওয়ায় কোন প্রতিবেদন দিতে পারেনি।
তিনি বলেন, কমিটির প্রতিবেদন পাওয়ার পর অবহেলার জন্য দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by