রংপুর

নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৩:৪৫:২৪ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে মুজিববর্ষ ও করোনা সংকটকালিন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপি জেলা শহরের ইবাদত ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ শুক্রবার।

ক্যাম্পে জেলার বিভিন্ন স্থানের প্রায় ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ প্রদান করা হয়। ইনজিনিয়াস হেল্থ কেয়ার ও সৌহার্দ ফাউন্ডেশনের উদ্যোগে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং ইবাদত ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পে রাজধানীর ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

মেডিক্যাল টিমের নেতৃত্ব দেন বক্ষ ও এ্যাজমা রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ রাশিদুল হাসান। আয়োজকরা জানান, দেশের উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গের ১৪ জেলায় স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে মুজিববর্ষ এবং নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ প্রকল্পের ফ্রি মেডিকেল ক্যাম্পের কাজ শুরু করা হয় গোপালগঞ্জ জেলা থেকে।

ওই কার্যক্রমের অংশ হিসেবে ১৫ অক্টোবর ও ১৬ অক্টোবর ২দিনের ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইনজিনিয়াস হেল্থ কেয়ারের ব্যবস্থাপক গুলজার আহমেদ বলেন,কর্মসূচির আওতায় প্রফেসর ডা. মোহাম্মদ রাশিদুল হাসানের সার্বিক পরিচালনায় প্রতিটি জেলায় দুইদিন করে ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by