বাংলাদেশ

নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩৬

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৩ , ৩:৪১:২২ প্রিন্ট সংস্করণ

নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩৬

মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করেছে নৌ পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে রোববার (১৫ অক্টোবর) ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মোট ৯ কোটি ২৬ লাখ মিটার জাল, ৬ শত ৫২ কেজি মাছ ও ৩২টি নৌযান জব্দ করা হয়।

গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১৬ অক্টোবর) নৌ-পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নৌ-পুলিশ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ নদীতে নিয়মিতভাবে টহল কার্যক্রম জোরদার করেছে।

অভিযানের বিষয়ে নৌ পুলিশপ্রধান ও অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ।

আরও খবর

Sponsered content

Powered by