বাংলাদেশ

পদ্মা সেতুর নাট খোলা ওই টিকটকার পুলিশ হেফাজতে

  প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ৭:০৪:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

টিকটকার বায়েজিতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। টিকটকটি করা হয়েছে গতকাল উদ্বোধন করা পদ্মা সেতুর ওপরে। ভিডিওটি ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পরে ওই ব্যক্তিকে আজ রোববার বিকেলে রাজধানী থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

টিটটকটিতে দেখা গেছে, বায়েজিত নামের ওই ব্যক্তি পদ্মা সেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মা সেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। নাট খুইল্লা…’

নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুটি টিম পৃথক পৃথকভাবে অভিযান চালিয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিতের সন্ধান পাওয়া যায়। ঢাকাতেই তাঁর অবস্থান ছিল। এর আগেও তিনি ঢাকাতে ছিলেন।’

অভিযানে থাকা ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা দুটো টিম সেখানে ছিলাম। প্রথমে সিআইডি তাকে মালিবাগের কার্যালয়ে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এ বিষয়ে বিস্তারিত দ্রুতই জানানো হবে।’

আরও খবর

Sponsered content

Powered by