রাজশাহী

পরম যত্নে রত্ন হয়ে উঠেছে নাটোরের কালাতুফান

  প্রতিনিধি ২৮ জুন ২০২১ , ৮:৪০:৩০ প্রিন্ট সংস্করণ

এস এম কামাল হোসেন, নাটোর :

নাটোর সদর উপজেলা হয়বতপুর বাজার এলাকার ব্যবসায়ী আমিরুল ইসলাম ২০০৫ সালে শখের বসে গরু পালন কার্যক্রম শুরু করেন । তিন বছর ধরে পরম যত্নে কালাতুফানকে গড়ে তুলেন আমিরুল ইসলাম।

তিনি বলেন, দেখতে গরুটির গায়ের রঙ কালো হওয়া শখে ভালোবেসে নাম রাখেন কালাতুফান। নামে অশান্ত হলেও স্বভাবে খুবই শান্ত কালাতুফান ৬ ফুট উচ্চতা, ৯ফুট দৈর্ঘ্য ছাড়িয়ে একহাজার ২০০ কেজি ওজনে অতিকায় এমন গরু উদ্যোগে খুবই কম দেখা যায়। আমিরুল ইসলাম আরো বলেন, অনেক যত্নে কালাতুফানকে লালন করেছি। সৌখিন ব্যক্তিরাই ওর কদর বুঝবে, তাদের গোচরে আনতে পারলে দাম পাওয়া যাবে। কোরবানি ঈদকে সামনে রেখে ১২ লাখে বিক্রি করতে চান কালাতুফানকে। কিন্তু করোনাকালিন সময়ে কালাতুফানের দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন খামারি আমিরুল ইসলাম।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গোলাম মোস্তফা বলেন, প্রাণিসম্পদ বিভাগ থেকে উৎসাহি খামারিদের নতুন নতুন প্রযুক্তি সরবরাহ প্রণোদনা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে। এরই ইতিবাচক ফলাফল হিসেবে নাটোরে বেড়ে উঠেছে কালাতুফান। প্রাকৃতিকভাবেই গড়ে তোলায় কালাতুফান দেখতে অনেক আকর্ষণীয়।

আরও খবর

Sponsered content

Powered by