দেশজুড়ে

পাঁচবিবি সীমান্তে বিজিবির ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৫:৩৪:৩৬ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :সামাজিক দূরত্ব বজায় রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে বসবাস করা অসহায়-গরীব ও অল্প আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার দুপুরে আটাপাড়া ক্যাম্পের সামনে করোনার প্রভাবে ঘরেবন্দী সীমান্তবাসির মাঝে চাল, ডাল, তেল, চিনি, বিস্কুট ও ছোলা ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নে নবনিযুক্ত অধিনায়ক লে. কর্নেল মো. ফেরদৌস হাসান টিটু (পদাতিক) প্রধান অতিথি থেকে সীমান্তবাসির হাতে এসব ত্রাণ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার আবু সাঈদ, স্থানীয় মহিলা ইউপি সদস্য আঙ্গুরী বেগমসহ ক্যাম্পের সদস্যরা। অধিনায়ক টিটু বলেন, ২০ ব্যাটালিয়নের অধিনে ১৪ টি ক্যাম্প এলাকার গরীব অসহায়দের মাঝেই এসব ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by