দেশজুড়ে

পাইকগাছায় বদ্ধ জলাশয় ইজারা নিয়ে বিপাকে ইজারাদার

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৮:০৫:৪০ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় বদ্ধ জলাশয় ইজারা নিয়ে বিপাকে ইজারাদার

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বদ্ধ জলাশয় ইজারা নিয়ে বিপাকে পড়েছে ইজারাদার। জলমহল থেকে বিতাড়িত করতে কর্মচারীদের উপর অত্যাচার ও খুন-জখমের হুমকি দেয়ায় থানায় জিডি হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার হোল্ডিং- ৩৬, মৌখালী-ঢেমশাখালী মৌজার ১৬.০৪ একর জলমহল। যা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১৪ মে ২০২০ তারিখে বাংলা ১৪২৭ সালের জন্য আশরাফুল ইসলাম সবুজকে খাস আদায়ে ইজারা প্রদান করা হয়। গত ১৯ জুন সংশ্লিষ্ট তহশীলদার ও কানুনগো ঢোল সুরতের মাধ্যমে ইজারাদারকে দখল বুঝে দেন। যার দেখাশুনার দায়িত্বে নিয়োজিত হন স্থানীয় হারুন সানা ও রব সানা।

কিন্তু পূর্বের দখলদার সামছুর আলী সানা ও মহিরুদ্দীন গাজী দখলচ্যুত হওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘেরের কর্মচারীদের উপর বিভিন্ন সময় হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি তাদেরকে জান-মালের ক্ষয়-ক্ষতির হুমকি-ধামকি দেয়ায় রব সানা ও হারুন সানা বাদী হয়ে মহিরুদ্দীন গাজী, সামছুর রহমান সহ ৪জনের নামে সোমবার পাইকগাছা থানায় পৃথক ২টি জিডি করেছেন।

ওসি এজাজ শফী জানান, জিডি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by