খুলনা

পাচারকালে হরিনের ৩০ কেজি মাংসসহ দুটি নৌকা আটক

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:৪৯:৫২ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে পাচরকালে দুটি হরিনের মাথা ৩০ কেজি মাংসসহ দুটি নৌকা আটক করেছে বন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন মুঠোফোনে জানান, রোববার সকালে সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে দুটি নৌকা যাচ্ছিল। এমন সময় বনরক্ষীরা নৌকা দুটিকে তল্লাশির জন্য থামাতে বল্লে নৌকায় থাকা সংঘবদ্ধ পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বন বনরক্ষীরা নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিনের মাংস, দুটি মাথা, আটটি পা ও দুটি নৌকাসহ হরিন শিকারের সরঞ্জাম আটক করে। তবে বনরক্ষীরা চোরা শিকারীদের চিনতে পারলেও পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত হরিনের মাংস আদালতের নির্দেশনায় বিনষ্ট করা হয়েছে। এর আগে ৪ জুলাই বন সংলগ্ন চিলাবাজার এলাকা থেকে ১৫ কেজি হরিনের মাংস, একটি মাথা ও একটি নৌকা আটক করে বন বিভাগ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বনবিভাগের পাশাপাশি জেলা পুলিশও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় অভিযান অব্যহত রেখেছে। আসন্ন ঈদকে সামনে রেখে চোরা শিকারীরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by