রাজধানী

রাজধানীতে ৩০ জুয়াড়ি গ্রেফতার

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২১ , ১:১৮:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় জুয়ার আসর থেকে ৩০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪)। মঙ্গলবার (১৯ জানুয়ারি) র‍্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টর এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এই সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ৭.৪৫ মিনিটে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ১৫ সেট প্লেয়িং কার্ড, ৩৮ টি মোবাইল এবং জুয়ার নগদ ৬ লাখ ৭৭ হাজার ৮৪৮ টাকাসহ ৩০ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- আজাহারুল ইসলাম (৫২) ঢাকা, জাহাঙ্গীর আলম (৪৬) ঢাকা, আখতার হোসেন (৪০) ঢাকা, মোরশেদ আলম (৪৫) ঢাকা, মোয়াজ্জেম হোসেন (৪০) ঢাকা, মেহেদী (৫০) ঢাকা, আ: সাদী (৫৮) ঢাকা, মিজানুর রহমান (৪৩) ঢাকা, ইসকান্দার আলী (৪৪) ঢাকা, রুহুল আমীন (৪৪) ঢাকা, মোজাম্মেল হক (৩৮) ঢাকা, জাকারিয়া (৫২) ঢাকা, জারিব হোসেন খান (৪৪) বি-বাড়িয়া, নাজিম উদ্দিন (৫৮) ঢাকা, আনোয়ারুজ্জামান (৩৭) ময়মনসিংহ, ওমর শরীফ (৩৭) ঢাকা, জাহাঙ্গীর আলম (৫১) ঢাকা, ফাহিম হাওলাদার (৪২) পিরোজপুর, লিয়াকত আলী (৫৩) পিরোজপুর, শওকত-উল-ইসলাম (৬১) মৌলভীবাজার, শহিদুল ইসলাম (৫১) ঢাকা, রেজাউর রহমান (৫৪) ঢাকা, জাকির হোসেন (৫০) ঢাকা, ইমতিয়াজ আহমেদ চৌধুরী (৪৬)  ঢাকা, মোঃ হেলাল শেখ (৩৮) গোপালগঞ্জ, মকবুল হোসেন (৫৫) ঢাকা, ওমর ফারুক (৫৩) চাদপুর, রিপন (৪৮) বরিশাল, আবুল হোসেন (৬৩) ঢাকা, জহির উদ্দিন বাবু (৪৬) ঢাকা।

গ্রেফতারকৃত আসামিরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এর এরকম জুয়াবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by