দেশজুড়ে

পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২২ , ৬:৫৭:৫১ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে বৈদ্যুতিক মোটর এর মাধ্যমে পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোকনুজামাল চপল (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোকনুজামাল চপল ওই এলাকার নাজিম উদ্দীন খান’র ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম। স্থানীয় সুত্র জানায়, রোকনুজ্জামান চপল একজন মাছ চাষী ছিলেন। বাড়ির পাশে পুকুরে তিনি মাছ চাষ করতেন। এর মাঝে একটি পুকুরের পানি সেঁচে মাছ বিক্রি করার জন্য গতকাল বুধবার (১৬ মার্চ) বিকালে পুকুরে বৈদ্যুতিক মোটর লাগান। সকালের দিকে পুকুরে গিয়ে পানি জমেছে দেখতে আবার মোটর চালু করতে চান।

এসময় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মৃত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিরাজ করছে নিস্তব্ধতা।

আরও খবর

Sponsered content

Powered by