ঢাকা

প্রাথমিক শিক্ষক সমিতির অগণতান্ত্রিক ও অবৈধ কমিটি বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২২ , ৭:১১:১৮ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন চলাকালীন সময়ে অগণতান্ত্রিক ও অবৈধ কমিটি বাতিল করে গণতান্ত্রিক ভাবে কমিটি গঠনের জন্য নির্বাচনে অংশ নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সমিতির নির্বাচন কমিশন ও প্রতিদ্ব›দ্বী প্রার্থী এবং শিক্ষক নেতারা। গতকাল রোবাবর সন্ধ্যায় উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তারা বলেন বাগাতিপাড়া উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন চলাকালীন সময় শিক্ষকদের একাংশ নির্বাচনে অংশ না নিয়ে একটি পকেট কমিটি করে তা কেন্দ্র থেকে অবৈধ উপায়ে অনুমোদন এনে তা প্রচারের চেষ্টা করছে। তবে সাধারণ শিক্ষকরা ওই কমিটিকে মানে না। সুষ্ঠু ও গণতান্ত্রিক ভাবে একটি কমিটি গঠনের জন্য ইতোমধ্যে তপসিল গঠন করে মনোনয়নপত্র বিক্রি ও জমাদান সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে আগামী ২২ ডিসেম্বর প্রতিনিধি নির্বাচনের জন্য সকল শিক্ষকদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হবে। সেই সময়ে জনবিচ্ছিন্ন কিছু শিক্ষক ভোটে অংশ না নিয়ে কিছু শিক্ষক ১০ম গ্রেডে বেতনের দাবিতে মিটিং করার কথা বলে প্রতারণার মাধ্যমে স্বাক্ষর নিয়ে কমিটি অনুমোদন করিয়ে পরিচিতি সভার অপচেষ্টা করেছে।

সাবেক , বর্তমান ও প্রতিদ্ব›দ্বী কোন শিক্ষক নেতারাই এই কমিটি মানে না। অবিলম্বে ওই অবৈধ কমিটি বাতিল করে ২২ তারিখের নির্বাচনে অংশ নিতে তাদের প্রতি আহবান জানান তারা। এছাড়া কেন্দ্রীয় কমিটিকেও যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করার আহবান জানান তারা। এ সময় বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ন‚রুজ্জামান, নির্বাচন কমিশনের সদস্য ও সাবেক শিক্ষক সমিতির সভাপতি শাহাদৎ হোসেন, যোগিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক রোকসানা খাতুন, সভাপতি পদ প্রার্থী রবিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী আশরাফুল ইসলাম সহ অন্যরা। উল্লেখ্য, উপজেলা প্রাথমিক শিক্ষকদের একাংশ গত ২৮ নভেম্বর উপজেলার লোকমানপুর সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামকে সভাপতি এবং বাশবাড়িয়া সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করলে তা গত ৩০ নভেম্বর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন অনুমোদন করেন। পরে শনিবার সকালে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয়ের এক শ্রেণীকক্ষে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content

Powered by