দেশজুড়ে

প গড়ে বাস কাউন্টারে স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৭:৫৪:৩০ প্রিন্ট সংস্করণ

প্রতিনিধি প গড় : প গড়ে দুর পাল­ার বাস ও কেন্দ্রীয় বাস টারমিনালের কাউন্টারের লোকদের সতর্ক করলেন সহকারি কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারহানা নাসরিন। বুধবার দুপুরে শহরের হানিফ পরিবহন, নাবিল পরিবহনসহ সকল নৈশ কোচ কাউন্টার, বাস টার্মিনাল, বিআরটিসি কাউন্টার এবং ইজিবাইক চালকসহ পথচারীদের মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানা বিষয়ে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউন্টারের মালিকদের জনান, করোনা ভাইরাসের কারণে মাস্ক না পড়লে এবং স্বাস্থ্যবিধি মেনে গাড়ি না চালাতে, অতিরিক্ত ভাড়া আদায় করলে ছয় মাসের জেল অথবা এক লাখ টাকা অর্থদন্ড করা হবে। সরকারের নির্দেশনা মেনে গাড়ি পরিচলানা করতে হবে এমন ঘোষণার পর প গড় জেলা প্রশাসন প্রথমবারের মত জেলার বাস কাউন্টার ও সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক অভিযান পরিচলানা করেন। অভিযান পরিচালনাকালে তিনি আরও জনান, কেউ যদি এই আইন বাস্তবায়নে বাধা প্রদান করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তিন মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে বলে জানানো হয়। উলে­খ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পারে সে কারণে প্রায় আড়াইমাস সব ধরণের যানচলাচল বন্ধ ঘোষনা করেন সরকার । তারই ফলশ্রুতিতে গত ১ জুন হতে দূরপাল­ার বাস সহ গণ পরিবহন চালু করা হয়।  অভিযান পরিচলানা কালে বিআরটিএ এর পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।
 

আরও খবর

Sponsered content

Powered by