দেশজুড়ে

ফটিকছড়িতে মাইজভান্ডারী ভক্তের ঢল

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ৭:৩৬:২১ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়তেি মাইজভান্ডারী ভক্তের ঢল

হাজার হাজার আশেকানের উপস্হিতিতে মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী, আল-মাইজভাণ্ডারীর (মা.জি.আ) পবিত্র খোশরোজ শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফে সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সকালে হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা ও হযরত গাউছে জামান সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী কেবলা কাবার রওজা শরীফে গোসল শেষে গিলাপ চড়ানো এবং পুস্পমাল্য দিয়ে রওজা শরীফ সাজানোর মাধ্যমে খোশরোজ শরীফের কর্মসূচি শুরু হয়। খোশরোজ উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে আছরের নামাজ শেষে ছিল মাইজভাণ্ডার শাহী ময়দানে আখেরী মোনাজাত।

এ উপলক্ষে মাইজভান্ডার শাহী মাঠে ২দিন ব্যাপি ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মাওলানা গোলাম মোস্তাফা শায়েস্তা খান আল আযহারির সঞ্চালনায় মাহফিলে এতে বক্তব্য পেশ করেন মাওলানা হাসনাত উল্লাহ ফারুকী আল মাইজভান্ডারী। মাওলানা বশিরুল আলম, মোঃ নুরুল ইসলাম ফোরকানি, মাওলানা দিদারুল আলম মাইজভান্ডারী, মাওলানা জাকির হোসেন মাইজভান্ডারী।

এসময় ইয়াকুব আলী মাইজভান্ডারী, আ.ফ.ম জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুসসালাম সরকার, হোসেন শহীদ, মুজিব আলম প্রমুখ।

আখেরী মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী(ম.জি.আ.)। আখেরি মোনাজাতে হাজার হাজার আশেকানে মাইজভাণ্ডারী শরীক হন। এসময় দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

আরও খবর

Sponsered content

Powered by