দেশজুড়ে

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৫৭:১৮ প্রিন্ট সংস্করণ

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৮ জন। এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৩ জন।

মৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার মো. মাহাবুব হোসেনের স্ত্রী জোসনা বেগম (২৭), মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকার আনছার সেকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বনগ্রামের সোহরাব মিয়ার স্ত্রী যমুনা বেগম (৪০)।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২২ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৯ হাজার ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, প্রায় প্রতিদিনই ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যাচ্ছেন। আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে রোগীদের সেবা দিচ্ছি।

আরও খবর

Sponsered content

Powered by