আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলা (ভিডিও)

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২১ , ১১:৪৪:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সী জানায়,  শনিবার (১৭ এপ্রিল) এক টুইটে হামলার কথা ইসরায়েলি বাহিনী। বিমান হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।   

ইসরায়েলি বাহিনী জানায়, হামাসের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এ হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল লঞ্চার পোস্ট এবং একটি কনক্রিট প্রোডাকশন প্ল্যান্টও রয়েছে।

ইসরায়েলের দাবি, গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালানোর পরই পাল্টা এ হামলা চালায় তারা।

২ ০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে হামাস বিজয়ী হলে ক্ষুব্ধ হয় ইসরায়েল ও মিসর। পরে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাস নিয়ে নিলে, ২০০৭ সাল থেকে অঞ্চলটি অবরোধ করে রেখেছে ইসরায়েল ও মিসর।

Powered by