দেশজুড়ে

ফুলবাড়ীতে ওএমএস’র চাল বিক্রি শুরু, সামাজিক দূরত্ব নিয়ে প্রশ্ন

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৭:৫৭:৪৩ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : করোনা ভাইরস প্রতিরোধে সরকারের নেয়া নানামুখি কর্মসূচি গ্রহণ করেছেন। এর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কার্ডের মাধ্যমে এপ্রিল মাসের ওএমএস এর চাল পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বিক্রির কথা থাকলেও স্বল্প সময়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় চাল ক্রয়ের সুবিধাভোগীদের তালিকা করতে দেরি হওয়ায় ৩০ এপ্রিল ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে একদিনেই ৩টি ওয়ার্ডে চাল ওএমএস এর ডিলার কর্তৃক বিক্রয় শুরু করলে সকাল ৬টা থেকে কার্ডধারীদের লাইন ধরতে দেখা যায়। ডিলার একটি স্থানে প্রায় সাড়ে ৬শতজনকে একসাথে চাল বিক্রয় করতে গেলে সরকারের যে উদ্দেশ্য সামাজিক দূরত্ব তা আর থাকেনি। চাল ক্রয় করতে আসা মানুষ সামাজিক দুরত্ব বজায় না রেখে গায়ে গায়ে চাপাচাপি করে দাড়িয়ে আছে আপনারা একাধিক পয়েন্ট করে চাল বিক্রয় করছেনা কেন এবিষয়ে ডিলারকে প্রশ্ন করা হলে তিনি বলেন,পৌরসভা যদি এই তালিকা আগে ভাগে করতো তাহলে আমরা কিছু দিন হাতে পেতাম এবং প্রতি একদিনে একটি ওয়ার্ডকে চাল দিতাম, আগামী মাস থেকে প্রতি একদিন একটি করে ওয়ার্ডে চাল বিক্রয় হবে।  ডিলার ১০টাকা দরে চাল বিক্রয়ের সময় প্রশাসন ও কাউন্সিলরের পক্ষ থেকে কাউকে সেখানে দেখতে পাওয়া যায় নাই। 
 

আরও খবর

Sponsered content

Powered by