বরিশাল

ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের বিজয় উল্লাস

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ৭:৪৬:৩১ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে উৎসবের শহরে পরিণত হয়েছে দ্বীপ জেলা ভোলা। ফাইনাল খেলা শেষে বিজয়ের উল্লাসে মেতে উঠেন সবাই। এ সময় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, আতশবাজি, আর্জেন্টিনার পতাকা মিছিল ও আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো ভোলা শহর।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আর্জেন্টাইন সমর্থকদের বিজয় উল্লাস করতে দেখা গেছে। শতশত সমর্থকরা গায়ে আর্জেন্টিনার জার্সি পরে বিশাল পতাকা হাতে নিয়ে সদর রোড ঘুরতে দেখা গেছে। এর আগে রোববার রাত ১২টায় খেলা শেষ হয়। এর কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর জেগে ওঠে।

রাতেই আর্জেন্টিনা সমর্থকরা মোটর শোভাযাত্রা বের করে শহরের বাংলা স্কুল মোড়সহ বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়ান। একই সময় বিভিন্ন পাড়া মহল্লা থেকে আর্জেন্টিনা সমর্থকদের খণ্ড খণ্ড পতাকা মিছিল ও আনন্দ মিছিল বের হয়।

এ সময় বিজয়ের আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনার হাজারও ভক্ত সমর্থক। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন সবাই। দফায় দফায় আতশবাজির শব্দ আর আলোতে অলোকিত হয়ে ওঠে ভোলার আকাশ।
দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান শেষে বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দ ছড়িয়ে পড়ে সব বয়সের সমর্থকদের মধ্যে। গভীর রাত পর্যন্ত রাজপথে বিজয়ের আনন্দ উপভোগ করেন আর্জেন্টিনার জয়ের নায়ক বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসি ভক্তরা।

আরও খবর

Sponsered content

Powered by