চট্টগ্রাম

নিন্মমানের মিষ্টি দ্রব্য রাখার দায়ে মালিক কারাগারে

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৭:৩৯:০৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে নিন্ম মানের মিষ্টিদ্রব্য (রস মালাই) রাখার দায়ে বান্দরবান বনফুল শাখার মালিক খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ( ৫ জুলাই) বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এএসএম এমরান  এ আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো খোরশেদ আলম বান্দরবান পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড ক্যাংভিটা এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে ও বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কেন্দ্রীয় জামে মসজিদ সড়কের ইসলামিয়া পাঠাগার ভবনের বনফুল এন্ড কোং শাখার স্বত্তাধিকারী।

অভিযুক্ত খোরশেদ আলমের আইনজীবী অ্যাডভোকেট  খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

আদালত সুত্রে জানাযায়,  গত ১৫  জুন বেলা ১২ টায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫২ ঙ ধারা মতে নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশের নেতৃত্বে   

বান্দরবান পৌর এলাকার  কেন্দ্রীয় জামে মসজিদ সড়ক ইসলামিয়া পাঠাগার ভবনের বনফুল এন্ড কোং শাখায় অভিযান পরিচালনা করেন।এসময় বিক্রয়ের উদ্দেশ্যে সুসজ্জিত অবস্থায় নিন্মমানের মিষ্টি দ্রব্য (রসমালাই) রাখার দায়ে বান্দরবান বনফুল এন্ড কোং শাখার মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে বান্দরবান  চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতে বান্দরবান জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে আজ (৫জুন) খোরশেদ আলম আত্নপক্ষ সমর্থনে  আদালতে জামিন আবেদন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বান্দরবান জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ জানান, জনগনের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়।এসময় নিন্মমানের মিষ্টি সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সুসজ্জিত অবস্থায়  রাখার দায়ে বান্দরবান বনফুল এন্ড কোং এর মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়।এরই প্রেক্ষিতে আদালত আজ খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক জানান, নিরাপদ খাদ্য অফিসারের দায়ের করা মামলায় বান্দরবান  বনফুল এন্ড কোং এর মালিক খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আরও খবর

Sponsered content

Powered by