চট্টগ্রাম

ফুলের মেলায় যাতায়াত করছে শাটল বাস

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৫৩:৩১ প্রিন্ট সংস্করণ

ফুলের মেলায় যাতায়াত করছে শাটল বাস

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ ডিসি পার্কে ২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে ফুল উৎসব। ইতোমধ্যে ফুলের এ মেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তবে মানুষের যাতায়াতে যথেষ্ট পরিমাণ গণপরিবহন না থাকায় দর্শনার্থীদের পড়তে হচ্ছে বিপাকে। তাই জনগণের এ দুর্ভোগের কথা মাথায় রেখে ফুল উৎসবে আসা-যাওয়ার সুবিধার্থে নগরীর ষোলশহর থেকে পর্যটকদের জন্য শাটল বাস সার্ভিস চালু করেছে জেলা প্রশাসন।

পার্কগামী পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে ষোলশহরের শপিং কমপ্লেক্সের সামনে থেকে শাটল বাস সার্ভিস চালু করেছে প্রশাসন। বাস ছাড়বে প্রতি ৩০ মিনিট পর পর। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। www.tourismctg.gov.bd তে ভিজিট করে পর্যটকরা টিকেট বুকিং করতে পারবেন।

অনলাইন বুকিংয়ের পাশাপাশি অন-স্পট টিকেট বুকিং করা যাবে।মাসব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকছে।

আরও খবর

Sponsered content

Powered by