বিনোদন

ফেসবুকে ফিরলেন শবনম ফারিয়া

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২১ , ৪:০২:২৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিরতির পর ফেসবুকে ফিরেছেন শবনম ফারিয়া। নতুন বছরে তিনি ভক্তদের মাঝে ফেরত এসে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘রাত কালোই হবে, দিন আলোই হবে। তোমার জীবন সবসময় উজ্জ্বল হোক এই কামনা করি… হ্যাপি নিউ ইয়ার।’

ফেসবুক ছাড়ার আগে ফারিয়া সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, ‘আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন। তবে কী আমি জানবো মানুষকে ছোট করা পছন্দ করে মানুষ! আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবো।’

তিনি আরো বলেন, ‘এ মানুষটা গত কয়েক বছর ধরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। আমাদের এত স্মৃতি, যা চাইলেই মোছা যাবে না। তাকে কীভাবে ছোট করি? অবশ্যই আমার যথেষ্ট কারণ না থাকলে মানুষটার সঙ্গে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। শেষটাও সুন্দর হতে পারে। শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সঙ্গে শেষ হতে পারে।’

২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

আরও খবর

Sponsered content