ঢাকা

বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা জানালেন ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী মলয়েন্দু বিশ্বাস

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৩৪:১৩ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান; গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সকল শ্রেণী-পেশা ও দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলার ৩ নং গোপালপুর ইউনিয়ন আ.লীগের বারবার নির্বাচিত সভাপতি ও আসন্ন গোপালপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী প্রবীণ নেতা মলয়েন্দু বিশ্বাস। শনিবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকলের আত্মার শান্তি কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সৃষ্টিকর্তার নিকট আশির্বাদ কামনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও গোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ কমলেশ চন্দ্র বসু, স্থানীয় আওয়ামীলীগ নেতা অলিদ শেখ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক উৎসব বিশ্বাস, সপ্তপল্লী জোয়ারিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা অরবিন্দ সরকার, প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা পুল পদ মন্ডল, গোপালপুর ইউনিয়ন আ.লীগের ওয়ার্ড সভাপতি ধীরেন্দ্র নাথ বিশ্বাস, রঞ্জন বিশ্বাস, ক্ষিতীশ বিশ্বাস, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বর, শ্রীবাস বাইন, ননী গোপাল ঘরামী, ইউপি সদস্য অপূর্ব রায়, দ্বিগজয় মজুমদার, সমীর কুমার বালা, মঞ্জু রানী মন্ডল সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকালে গোপালপুর ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক নানান শ্রেণী-পেশা ও দলীয় কর্মী-সমর্থক আসন্ন গোপালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মলয়েন্দু বিশ্বাসকে দলীয় মনোনয়ন প্রদানের সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রীর আশির্বাদ চেয়ে গোপালগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ে গিয়ে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, শেখ পরিবারের অন্যতম সদস্য ও জেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রকিব, টুঙ্গিপাড়ায় অবস্থানরত গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক হক টুটুল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Sponsered content

Powered by