বিনোদন

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের ফার্স্ট লুক প্রকাশ

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২২ , ৫:২৮:২৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’র ফাস্ট লুক প্রকাশিত হয়েছে। 

বিশাল ক্যানভাসের এই ছবিটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রতীক্ষিত এই বায়োপিকটি এতোদিন ধরে ‘বঙ্গবন্ধু’ নামে নির্মিত হচ্ছে জেনে আসলেও বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলা ও ইংরেজিতে প্রকাশিত পোস্টারটিতে সিনেমার নাম ‘মুজিব’ হিসেবে দেখা যায়। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।

পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। দেখানো হয়নি কারো লুক!

সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে টিমের পক্ষ থেকে এটি উপহার। শিগগির পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছরেই সিনেমাটি মুক্তি দিতে সবকিছু চূড়ান্ত হবে।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘বঙ্গবন্ধু’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসে শ্যাম বেনেগাল, সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন। টানা শুটিংয়ে বাকি অংশের কাজ শেষ করে ভারতে ফিরে যান তারা।

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

Powered by