চট্টগ্রাম

চট্টগ্রামে ৫৪তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ৪:১২:১১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ৫৪তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা

বিশ্বমান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউসন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার পাশা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবীর আল নাছির, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এসএম নাজের হোসেন।

সভায় এবারের প্রতিপাদ্য “সমন্বিত উদ্যেগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান” বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন অতিথিবৃন্দ। পণ্যের গুণগত মান এবং ওজন ঠিক রাখা সবার দায়িত্ব। এখানে ফাঁকি দেয়ার চেষ্টা দেশ ও ঈমানের বিরোধীতার শামিল। ব্যবসায়ী এবং ভোক্তা সবাই সচেতন হলে মান এবং টেকসই পণ্য নিশ্চিত হওয়া খুব সহজ ব্যপার বলে বক্তারা দাবি করেন।

এছাড়াও আলোচনা সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফয়েজউল্লাহ, বনফুল গ্রুপের জিএম আমানউল্লাহ আমান, ইউনিলিভার বাংলাদেশের সাইট কোয়ালিটি ম্যানেজার মোঃ রিফাত মাহমুদ, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মোহাম্মদ আক্তারুজ্জামান, চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আব্দুল্লাহ আদনান, ক্যাব চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, আবুল খায়ের লিমিটেডের সিনিয়র অফিসার মোঃ জহিরুল ইসলাম এবং রেকিট বেনকিট বাংলাদেশ লিমিটেডের পোডাক্টসন ম্যানেজার মাহবুবুর আলম।

অনুষ্ঠান শুরুতে সুচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও চট্টগ্রাম বিএসটিআইয়ের পরিচালক মোঃ নুরুল ইসলাম এবং সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিএসটিআইয়ের উপ পরিচালক (মান) মাজহারুল হক। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন চট্টগ্রাম বিএসটিআই এর ফিল্ড অফিসার শিমু বিশ্বাস।

আরও খবর

Sponsered content

Powered by