ক্রিকেট

সাকিব-মুশফিকের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৫:১০:০০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

৭২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করছিলেন সাকিব আল হাসান। তাওহীদ হৃদয়কে নিয়ে ৩৭ রানের জুটি গড়ার পর তিনি আউট হয়ে যান দলীয় ১০৯ রানে। আর ৩ রান যোগ হতে ফেরেন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

২৩তম ওভারের শেষ বলে ১০৯ রানের মাথায় আজমাতুল্লাহ ওমারজাইয়ের বলে সাকিব ড্রাইভ করলে কভার অঞ্চলে দুর্দান্ত ক্যাচ ধরেন মোহাম্মদ নবী। ৩৫ বলে কোনো বাউন্ডারি ছাড়া ১৪ রান করে ফিরতে হয় এই ব্যাটারকে। পরের ওভারে রশিদ খানের বলে সরাসরি বোল্ড হন মুশফিক (০)।

এই মুহূর্তে ৫ উইকেটে ১২২ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। ৩০ রান নিয়ে উইকেটে আছেন তাওহীদ হৃদয় এবং ৩ রান নিয়ে আরেক পাশে আফিফ হোসেন।

এর আগে বৃষ্টির কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল খেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামায় ১৬তম ওভারের ১ম বল পরেই খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। পরে ম্যাচ শুরু হয়েছে ৪টা ১০ এর সময়। তবে বৃষ্টির কারণে কোনো ওভার কাটা হয়নি।

বৃষ্টির আগমুহূর্তেও পরপর ২ উইকেট হারায় বাংলাদেশ। ১৩তম ওভারের ১ম বলে মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসে প্রথম বল করতে এসেই উইকেট তুলে নেন নবী। সুইপ করতে গিয়ে টপ এজ হয় শান্তর। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন মোহাম্মদ সালিম। ১৬ বলে ১২ রান করেন শান্ত।

এর আগে, ১২তম ওভারের ২য় বলে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। মুজিব-উর-রহমানের বলে পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কায়ারে রহমত শাহর ক্যাচে পরিণত হন লিটন। ৩৫ বলে ২৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এটিই প্রথম ম্যাচ বাংলাদেশের। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা সতর্ক শুরু পেলেও সপ্তম ওভারে ছন্দপতন হয়। ব্যক্তিগত ১৩ রানে ফজলহক ফারুকির বলে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজকে ক্যাচ দেন তামিম ইকবাল।

এদিন, বাংলাদেশ একাদশে ফিরেছেন আফিফ হোসেন। চট্টগ্রামের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বাদ পড়েছিলেন তিনি। এ ম্যাচে তাকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন।

Powered by