চট্টগ্রাম

নিবন্ধন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৩ , ৫:৩৯:১১ প্রিন্ট সংস্করণ

নিবন্ধন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

নৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আদালতের মাধ্যমে ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে সরকার বিরোধী দল-মতের আন্দোলন দমন করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

মঙ্গলবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনঃর্বহালের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, অবৈধ ও মাফিয়া সরকার ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। অথচ স্বাধীনতার পর সকল জাতীয় সংসদে জামায়াতে ইসলামী প্রতিনিধিত্ব করেছে। ন্যায়ভ্রষ্ট এই রায় জনগণের ম্যান্ডেটের বিপরীত। এই রায় এই দেশের জনগণ কখনো মেনে নিবে না। সমাবেশ থেকে জুলুম-নির্যাতনের পথ পরিহার করে অবিলম্বে আমিরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content

Powered by