চট্টগ্রাম

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৯:১১:৩১ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি: “কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দেশের বিভিন্ন জেলার মতো বান্দরবানের সাতটি উপজেলায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
দিবসটি উপলক্ষে ২৯শে অক্টোবর শনিবার সকালে বান্দরবান সদর থানার প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর থানা প্রঙ্গনে এসে শেষ হয়।

র‍্যালী পরবর্তী কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান, ম্মোহাম্মদ ইসলাম বেবী, মেয়র,বান্দরবান পৌরসভা, মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ২ এপিবিএন মেঘলা বান্দরবান, অতিরিক্ত পুলিশ সুপার,রেজা সরোয়ার,অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ নুরুল আবছার, জেলা পরিষদের সদস্য, লক্ষী পদ দাশ সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ,ব্যাবসায়ি মহলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গ্রাম পুলিশের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by