তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের এন্ট্রি লেভেল ফোনের বাজারে আসছে ‘লং-লাস্টিং ভ্যালু কিং’ রিয়েলমি নোট ৫০

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:২৬:১১ প্রিন্ট সংস্করণ

বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের দুনিয়া কাঁপাতে নিয়ে আসছে রিয়েলমি নোট ৫০। অসাধারণ স্থায়িত্ব ও আকর্ষণীয় মূল্যের সমন্বয়ে একটি অনন্য এন্ট্রি-লেভেল স্মার্টফোন হতে যাচ্ছে এটি। রিয়েলমি নোট ৫০ ডিভাইসটি আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে স্মার্টফোনের বাজারে উন্মোচন করা হবে। একটি “লং লাস্টিং ভ্যালু কিং” হিসেবে নিজের অবস্থান ধরে রাখার প্রত্যাশা রয়েছে এই টেক ফোনটির। পাশাপাশি স্মার্টফোন প্রেমীদের একটি মানসম্মত ইউজার এক্সপেরিয়েন্সও নিশ্চিত করবে নতুন রিয়েলমি নোট ৫০।

প্রতিদিনের ব্যবহারে ফোনপ্রেমীরা অনুভব করবেন নির্ভরযোগ্যতা ও গুণগতমানের অনন্য সংমিশ্রণ

ধুলা ও পানি-রোধী ফিচার, একটি কঠিন গ্লাস স্ক্রিন এবং ফোন পড়ে গেলেও ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে একটি মজবুত অ্যালুমিনিয়াম কাঠামো সমৃদ্ধ রিয়েলমি নোট ৫০ টেকপ্রেমী গ্রাহকদের দেবে অসাধারণ স্থায়িত্বের গ্যারান্টি! এ সকল নির্ভরযোগ্য ফিচার ৪৮ মাস পর্যন্ত রিয়েলমি’র স্মার্টফোন ব্যবহারকারীকে একটি মসৃণ অভিজ্ঞতার নিশ্চয়তা দেয়। এছাড়াও, এর দীর্ঘস্থায়ী ব্যাটারি ফ্ল্যাগশিপ-লেভেলের ব্যাটারি লাইফ সরবরাহ করবে।

একটি অক্টা-কোর প্রসেসর ও আনটুটু বেঞ্চমার্কের উল্লেখযোগ্য স্কোর পাওয়া রিয়েলমি নোট ৫০ তরুণ স্মার্টফোন প্রেমীদের দেবে ধারণাতীত গতিসম্পন্ন গেমিং ও অ্যাপ চালানোর সুযোগ! স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি+৬৪ জিবি এবং ৪ জিবি+১২৮ জিবি র‌্যাম-রম সহ একটি ৫০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি, যার মাধ্যমে টানা ১০৬ ঘণ্টা ধরে নিরবচ্ছিন্নভাবে গান চালানো সম্ভব। এর নতুন ডিজাইন করা মিনি ক্যাপসুল ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনে মূল তথ্যগুলো সহজে দেখার সুযোগ পাবেন। আরও রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট রেকগনিশন সুবিধা। এই ফিচারের মাধ্যমে যে কোনো সময় দ্রতই ফোন আনলক করা যাবে। 

স্কাই ব্লু ও মিডনাইট ব্ল্যাক- রিয়েলমি নোট ৫০ ডিভাইসে ব্যবহার করা হয়েছে এই দুই রঙের ব্যাক কাভার। ফলে স্টাইল ও নির্ভরযোগ্যতার অনন্য সংমিশ্রণ ঘটেছে ডিভাইসটিতে। ফোনকে সহজে হাতে ধরতে স্লিম বডি ও হালকা কাঠামোতে এর ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে অসাধারণ ৯০.৩% স্ক্রিন-টু-বডি রেশিওর ৬.৭৪- ইঞ্চির ফুল-স্ক্রিন ডিসপ্লে এবং বাইরে ছবি তোলা বা ভিডিওর জন্য ৫৬০ নিটের দারুণ উজ্জ্বলতা। এর ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেট এবং বিস্তৃত কালার রেঞ্জ নিরবচ্ছিন্নভাবে একটি অনন্য ও বৈচিত্র্যময় ভিজ্যুয়াল যাত্রার অভিজ্ঞতা দেবে রিয়েলমি প্রেমীদের।

টেক প্রেমীদের একটি নির্ভরযোগ্য ও সেরা স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। তাই আরও নতুনভাবে ফোন প্রেমীদের সামনে রিয়েলমি এবার হাজির হতে যাচ্ছে নোট ৫০ সিরিজটি নিয়ে। নির্বিঘ্ন পারফরম্যান্স, উদ্ভাবনী ফিচারসমূহ ও উল্লেখযোগ্য ডিজাইনের কারণে এই স্মার্টফোনটি ভীড়ের মধ্যেও গ্রাহকদের নজর কেড়ে নেবে। বৈচিত্র্যময়তা ও সহজে ব্যবহারযোগ্যতার একটি দারুণ সংমিশ্রণ রিয়েলমি নোট ৫০। প্রতিদিন স্মার্টফোন ব্যবহারকারীদের মনের আনন্দে ফোন ব্যবহারের নিশ্চিত সমাধান হতে পারে এই ডিভাইসটি।

ব্যবহারকারীরা ২২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২ টায় নোট ৫০ উন্মোচন সম্পর্কে ফেসবুক এবং ইউটিউব লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। রিয়েলমি নোট ৫০ -এর উন্মোচন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ – এ ঘুরে আসতে পারেন।

রিয়েলমি সম্পর্কে:
স্মার্টফোন প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকদের জন্য একটি গ্লোবাল ডিজরাপ্টর হিসেবে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি জনসাধারণের হাতের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দ ও চাহিদা বিবেচনা করে রিয়েলমি বিভিন্ন পরিসরের স্মার্টফোন ও লাইফস্টাইল টেক ডিভাইস উদ্ভাবন করেছে। যাতে রয়েছে প্রিমিয়াম স্পেসিফিকেশন, কোয়ালিটি ক্রাফট্‌সম্যানশিপ, এবং ট্রেন্ড-সেটিং ডিজাইন সমৃদ্ধ বিভিন্ন ফিচারের অনন্য সমন্বয়। “ডেয়ার টু লিপ” মূলমন্ত্র নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাই লি’র রিয়েলমি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ঘোষণা করেছে। স্কাই লি’র দূরদর্শী নেতৃত্বে ঘোষিত নতুন স্লোগান “মেক ইট রিয়েল’’, তরুণ গ্রাহকদের প্রতি রিয়েলমির দেওয়া প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ স্লোগানের মাধ্যমে ব্র্যান্ড ন্যারেটিভ সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের জীবনকে আরও সহজ করার লক্ষ্য পূরণে কাজ করছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। 
বিস্ময়করভাবে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে, মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের ৩০টি স্মার্টফোন প্রতিষ্ঠানের বাজারে শীর্ষ পাঁচ- এ জায়গা করে নিয়েছে রিয়েলমি। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা সহ বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি রিয়েলমি’র স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে গর্বিত এ স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি।

রিয়েলমি’র বৈপ্লবিক যাত্রা এবং উদ্ভাবনী পণ্যের অফার সম্পর্কে আরও তথ্যের জন্য, স্মার্টফোনপ্রেমীরা ঢুঁ মারতে পারেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.realme.com- এ।

আরও খবর

Sponsered content

Powered by