রাজশাহী

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা আহ্বায়ক অমর ডি কস্তা

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ৪:৪১:৪৩ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নাটোর জেলা আহŸায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক অমর ডি কস্তা। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আইজিপি প্রফেসর ড. মো. আব্দুর রহিম খান, পিপিএম তার স্বাক্ষরিত জেলা আহŸায়ক অনুমোদনপত্রটি নিজ হাতে সাংবাদিক অমর ডি কস্তার হাতে তুলে দেন। ১৬ জানুয়ারী ঢাকার বনানীস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রহিম খান আনুষ্ঠানিকভাবে এ পত্রটি তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল, অফিস সেক্রেটারী আসাদুজ্জামান সহ অনেকেই।
সাংবাদিক অমর ডি কস্তা জেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও একজন উন্নয়ন কর্মী। তিনি দীর্ঘ বছর ধরে মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুখী কর্মকান্ডের সাথে জড়িত আছেন। আগামী ৩ মাসের মধ্যে নাটোর জেলা সহ জেলার সকল উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদনের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।

আরও খবর

Sponsered content

Powered by