খুলনা

‘বাংলার বস’ ও ‘বাংলার স¤্রাটের’ নিয়ে দুশ্চিন্তায় খামারি

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ৭:৫৩:১৯ প্রিন্ট সংস্করণ

উত্তম ঘোষ, যশোর : গত বছর কোরবানির ঈদের ক’দিন আগে যশোর হাইকোর্ট মোড়ের গোহাটি থেকে ২৫ লক্ষ টাকা দিয়ে ‘ব্রিটিশ ফ্রিয়ার’ জাতের দুটি গরু ক্রয় করেন যশোরের মণিরামপুর উপজেলার খামারি আসমত আলী গাইন। এরপর তিনি নিয়মিত খৈল-ভ‚ষি মিশ্রিত পানির সাথে বিভিন্ন ফলও খাওয়াতে থাকেন। সেই সাথে তিনি গরুদুটিকে খুদের ভাত ও খড় কেটেও খাওয়াতেন নিয়মিত। মাত্র ১১ মাস পর জুলাই মাসে গরুদুটি এমনভাবে বেড়ে উঠে যে, স্থানীয় খামারীরা এদুটির দাম উঠেছেন ৮০ লক্ষ টাকা। দেশের সবচেয়ে বড় গরুর দাবি করে আদর করে তিনি নাম দিয়েছেন ‘বাংলার বস’ ও ‘বাংলার স¤্রাট’। আর এ গরু দুটি দিয়েই কোরবানির পশুর হাট মাত করার স্বপ্ন দেখছেন খামারি আসমত আলী গাইন। কিন্তু করোনাভাইরাসের কারণে ‘বাংলার বস’ ও ‘বাংলার স¤্রাটকে’ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারি আসমত আলী গাইন। এ বছর কোরবানির পশুর হাটে ‘বাংলার বস’ আর ‘বাংলার স¤্রাটকে’ তুলতে পারবেন কি-না সেটি নিয়ে শঙ্কা কাটছে না তার। সরেজমিনে যশোরের মণিরামপুরে হুরগাতি গ্রামে আসমত আলীর বাড়িতে গিয়ে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষের ভীড় চোখে পড়ে। এগিয়ে যেতেই জানাযায় উৎসুক জনতা আসমতের গরু দেখতে এসেছেন। গত ২৫ বছর ধরে তিনি মীম ডেইরী ফার্মের নামে দুধের গাভী পালন করে আসছিলেন। শখের বশে দুটি উন্নত জাতের এড়ে গরু কিনে সুষম খাদ্য, উপযুক্ত চিকিৎসা, নিয়মিত পরিচর্যা করে সফল হয়েছেন। তার দাবী ‘বাংলার বস’ নামের গরুটির ওজন প্রায় ৬৫ মণ। অবশ্য গরু পালনে আকাশচুম্বি এ সফলতায় উপজেলার প্রাণিসম্পদ অফিসের কোন সহায়তা পাননি বলে হাসমতের অভিযোগ। যশোর শহরের ব্যবসায়ী মাহফুজুর রহমান জানান, লোকে মুখে শুনেছি মণিরামপুরে বাংলার বস ও বাংলার স¤্রাট নামে দুটি গরু রয়েছে। এমন হাতির মত গরু তার জীবনে কখনো দেখেননি। উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবুজার সিদ্দিকী বলেন, এমন বড় গরুর বিষয়ে তিনি শুনেছেন। তিনি না যেতে পারলেও অফিসের লোকজনের সাথে খামারির নিয়মিত যোগাযোগ হয় বলে তিনি দাবি করেন।

আরও খবর

Sponsered content

Powered by