দেশজুড়ে

বাগেরহাটে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ৩:৩৮:০৭ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

বাগেরহাটের জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেলে (১৯ ডিসেম্বর) বাগেরহাট জেলা আঃলীগ চত্তর থেকে বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের নেতৃত্বে বিশাল বিজয় শুভযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত সভায় শেখ তন্ময় বিজয়ের মাসে দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহবান জানান।

সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্য।ড, ভূঁইয়া হেমায়েত উদ্দিন, , সহ-সভাপতি এ্যাড.ফরিদ উদ্দিন, পৌর মেয়র ও যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধক্ষ্য তালুকদার আব্দুল বাকী ,পৌর আঃলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সম্পাদক ইবনে মিজান হিরু, থানা আঃলীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু  প্রমূখ। উক্ত বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content