প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৪:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ
জেলা প্রশাসন, বাগেরহাট, জেলা সমাজসেবা কার্যালয়, বাগেরহাট ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বাগেরহাটের যৌথ আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৪ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুর রহমান,
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়, উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। শহর সমাজসেবা কর্মকর্তা এস, এম, নাজমুছ সাকিবের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায়
স্বাগত বক্তব্য রাখেন- শামীম আহসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, বাগেরহাট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থাএ ডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জেলা সমন্বয়ক এহসান হক। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।