দেশজুড়ে

বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২২:০২ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন দিবস উপলক্ষে কিশোর-কিশোরীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার তাফালবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অংশগ্রহণকারীরা তাদের রচনা উপস্থাপন করেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক তন্ময় মিত্র। শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম বিশ্বাস প্রমূখ।

শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম বলেন, “সুন্দরবন আমাদের গর্ব এবং এ বনকে রক্ষা করতে হলে নতুন প্রজন্মকে সচেতন করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা সেই প্রচেষ্টারই অংশ।”

এই আয়োজনে স্থানীয় শিক্ষার্থীরা সুন্দরবন রক্ষার গুরুত্ব নিয়ে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ পেয়েছে এবং তারা ভবিষ্যতে সুন্দরবন রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করেছে।

আরও খবর

Sponsered content