রংপুর

ঠাকুরগাঁওয়ে আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগারে ইউএনও’র অভিযান

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২০ , ৩:৪১:১২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় হিমাগারগুলোতে অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার থেকে এ অভিযান পরিচালনা শুরু হয়। তিনি শহরের হিমাদ্রি কোল্ড স্টোরেজ ও হাওলাদার কোল্ড স্টোরেজে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা শেষে ঠাকুরগাঁও সদর উজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অতি সম্প্রতি আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হিমাগারগুলোতে অভিযান পরিচালনা করছি। প্রতিটি হিমাগারে কারা কি পরিমাণ আলু মজুত করছে, সেসব আমরা রেজিষ্টার দেখছি। সেই সাথে কোন অসাধু সিন্ডিকেট তৈরি হচ্ছে কিনা তারা কৃত্রিমভাবে বাজার সংকট তৈরি করছে কিনা সে বিষয়টি আমরা জানার চেষ্টা করছি।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে কোন অসাধু চক্রের দ্বারা যেনো বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয় সেজন্য আমরা কাজ করছি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

আরও খবর

Sponsered content

Powered by