খুলনা

বাগেরহাটে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

  প্রতিনিধি ৭ জুলাই ২০২১ , ৮:৩১:১১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে লকডাউনে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। বরিশাল সেনানিবাসের ২৮ পদাতিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিট ও ২৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বাগেরহাট সদর, মোরেলগঞ্জে কুঠিবাড়ি এলাকায় ও শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় স্থানীয়দের মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে বাড়ির বাহির না হওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা। বাগেরহাটে লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। জেলার উপকুলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ অন্য ৮টি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে।

জনসাধারন প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হলেই আইনশৃংখলা বাহিনীর জোরার মুখে পড়তে হচ্ছে। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা মাঠে রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by