খুলনা

বাগেরহাটে হাম রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ৪:৫০:৩১ প্রিন্ট সংস্করণ

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট প্রতিনিধি :

শিশু মৃতুরহার রোধে বাগেরহাটে হাম রুবেলা টিকা প্রদানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা পাটরপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

সদর উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা: প্রদিপ কুমার বকশির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা: প্রদিপ কুমার বকশি, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, খান রেজাউল ইসলাম ,সদও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, ষাটগম্বজ ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কভিড-১৯ মহামারীর মধ্যে যখন এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন অনেকটাই চ্যালেঞ্জ সেখানে সরকারের গৃহিত হাম-রবেলা টিাকাদান কার্যক্রম শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলে বক্তারা বলেন। ৬ সপ্তাহ ব্যাপি এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের হাম-রুবেলা’র টিকা দেয়া হবে।

 

আরও খবর

Sponsered content

Powered by